নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের লাগায় সেখানকার কিছু কিছু ফ্লাইট দেশের অন্যান্য বিমানবন্দরে পাঠানো হচ্ছে। জানা গেছে, চারটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আগুনের কারণে চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামের বিমানবন্দরে অবতরণ করেছে।
এর মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে একটি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকাগামী এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী ফ্লাইট।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।