আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

রংপুরে দৃষ্টি প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, রাত ০৮:২১

Advertisement

নিজস্ব প্রতিবেদক, মমিনুল ইসলাম রিপন, রংপুর।। কেউ বা দৃষ্টি প্রতিবন্ধী কেউ বাক প্রতিবন্ধী আবার কারো নেই হাত এমন কিছু দুস্থ পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষে ছাগল বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কাচারী বাজার এলকায় রোটারি ক্লাস অফ রংপুর সিনার্জী উদ্যোগে বিভিন্ন স্থান থেকে আসা ১০ জন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করার লক্ষে এমন আয়োজকরা করেন তারা।

এসময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাহাবুবুর আলম খান, সাধারণ সম্পাদক হাসমিন আক্তার খানম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভরসা

এসময় বক্তারা বলেন, যাদের আর্থসামাজিক অবস্থা একেবারেই খারাপ। তাদেরকে একটু ডেভলপ করার জন্য চেষ্টা করেছি। আমরা যেমন হেল্থ ক্যাম্প করেছি রংপুরে। গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। ছিন্নমূল শিশুদের স্কুলের সরঞ্জাম ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল আমরা দিয়েছি। প্রতিবন্দীদের জন্য হুইলসের বিতরণ করা হয়েছে এবং নারীদের জন্য সেলাই মেশিন দেয়া হয়েছে।

তারা আরও বলেন, আমরা কিছু দুস্থ পরিবারকে সাহায্য করেছি, তারা যেন স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে। কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, যারা সমাজের একেবারে অবহেলিত তাদের ভিতরেই আমরা এসব ছাগল বিতরণ করলাম। আমরা মানব কল্যাণে কাজ করি।

বক্তারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন


Link copied