আর্কাইভ  শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ● ৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
ভেতরে যাত্রীদের অপেক্ষা, বাইরে স্বজনদের

শাহজালালের কার্গো ভিলেজের আগুন
ভেতরে যাত্রীদের অপেক্ষা, বাইরে স্বজনদের

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আনতে বড় বাধা ছিল বাতাস: ফায়ার সার্ভিসের ডিজি

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আনতে বড় বাধা ছিল বাতাস: ফায়ার সার্ভিসের ডিজি

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত

হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, রাত ০৮:৩৫

Advertisement

দিনাজপুর প্রতিনিধি : ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

মামলার এজাহারে বাদী জানায়, ভিকটিম তরিকুল ইসলাম (২৮) এবং আসামিগণ প্রতিবেশী এবং নিকট আত্মীয়। তাদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান ছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর- ২০২৫ শুক্রবার বিকাল ০৪.৩০ টায় ধৃত আসামি ও তার সহযোগী আসামিগণ মিলে দিনাজপুর জেলার বিরল থানাধীন আছুটিয়া শালবাড়ী গ্রামস্থ ভিকটিমের বসতবাড়ীর উঠানে ভিকটিমের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ভিকটিম গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর- ২০২৫ বুধবার সকাল ১০.৩৫ টায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এই সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫/২৫২, তারিখঃ ২১ সেপ্টেম্বর- ২০২৫ খ্রিঃ।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১ সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১৭ অক্টোবর- ২০২৫ শুক্রবার বিকাল ০৪.৪৫ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা হতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার বিরলের আছুটিয়া শালবাড়ী গ্রামের মৃত হোসেন আলী এর ছেলে এজাহারনামীয় ১নং আসামী মোঃ মিনারুল (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত আসামিকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, মোঃ মিনারুল (৫০)কে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন


Link copied