স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শুক্রবার(১৭ অক্টোবর) রাতে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম, অরিয়ারস অব জুলাই নীলফামারীর সদস্য মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ সরকার। বক্তারা ফকির লালন শাহের জীবন দর্শণ, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মুল্যবোধের চর্চা ছড়িয়ে দেয়ার আহবান জানান। এছাড়াও দেশজুড়ে লালন শাহের কর্মসূচি ছড়িয়ে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
পরে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীরা নৃত্য ছাড়াও শিল্পি তানজিম আলম, স্বপ্না আক্তার, সাহরিনা মাসুদ, বিনয় রাজবংশী, তাসমিন ফওজিয়া ওপেল, বাউল শিল্পি লুবনা ইয়াসমিন সহ অন্যান্য শিল্পিরা সংগীত পরিবেশন করেন।