স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় অবৈধভাবে চাড়ালকাটা নদীর বালু পাচারের দায়ে দুই ট্রলিচালকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার(১৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের বারিমধুপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ওই নদী থেকে বালু পাচারের সময় ঘটনাস্থলেই তাদের এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রীতম সাহা। দন্ডিতরা হলেন, উপজেলার পানিয়ালপুকুর শাহপাড়া গ্রামের আজাদুল হোসেনের ছেলে শাহাদত হোসেন (২৪) ও পানিয়ালপুকুর চানসাপাড়া গ্রামের কালা মামুদের ছেলে লিয়াদ মামুদ (২১)।
কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রীতম সাহা বলেন, বলেন, “সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।