স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা নাটাবের সভাপতি একেএম আনোয়ারুল ওয়ারেছ (৮৭) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার(২০ অক্টোবর) বাদ জোহর নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
একেএম আনোয়ারুল ওয়ারেছ জেলা যক্ষ্মা প্রতিরোধ কমিটির (নাটার) সভাপতি, নীলফামারী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এবং প্রবীণ হিতৈষী সংঘের সক্রিয় সদস্য ছিলেন। পাশাপাশি তিনি নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন।
মরহুম আনোয়ারুল ওয়ারেছ জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েমের পিতা।
তাঁর মৃত্যুতে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেনিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ন আহবায়ক সোহেল পারভেজ, সদস্যসচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল সহ জেলা সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।