আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

সৈয়দপুরে মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৩২

Advertisement

লেলিন আহমেদ কিশোরীগঞ্জ/সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর সৈয়দপুরে মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে অভ্যন্তরিন কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শনিবার(১৮ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত সৈয়দপুর থানার পাশে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু ও সাধারণ সম্পাদক রুপা হাসান মধ্যে অভ্যন্তরিন ব্যক্তিগত কন্দোল চলছিল দীর্ঘদিন ধরে। এনিয়ে ঘটনার দিন শনিবার রাতে দলীয় কার্যালয়ে তাদের মধ্যে তর্কবির্তক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, তার বোন নিলুফা ইয়াসমীন, সাধারণ সম্পাদক রুপা হাসান সহ ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু বলেন, রুপার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না। কিন্তু সে পার্টি অফিসে আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমি বাসায় ফেরার সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অন্যদিকে সাধারণ সম্পাদক রুপা অভিযোগ তুলে বলেন, সভাপতির বোন নিলুফা জাতীয় পার্টির ভোট করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি তাকে নিয়ে বিএনপির দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করেন। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এবিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তারা দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মহিলা দলের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied