বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর এলাকায় টি-বাঁধ সহ নদী ভাঙ্গন জরুরী ভাবে প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঝাড় সিংহেশ্বর ১ নম্বর ওয়ার্ডে টি-বাঁধের উপরে শতশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করেন- জনস্বার্থে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড এগিয়ে এলেও কালিগঞ্জ বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই কাজে বাঁধা প্রদান করে বন্ধ করে দিয়েছে। জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজটি বন্ধ করে দেওয়ায় নদী ভাঙ্গনে এলাকার বসতভিটা ও টি-বাঁধ এখন হুমকীর মুখে। তাই তারা ভাঙ্গন প্রতিরোধে কাজ করার দাবিতে মানববন্ধনে নেমেছে।
এলাকার আব্দুল হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি-বাঁধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন করা গেলে আমাদের আবাদী ফসলি জমি ও ঘরবাড়ী বিলিন হয়ে যাবে। যে কোন মুহুর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারের সহ গবাদি পশু, ঘরবাড়ী ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। আমরা এ নিয়ে আতংকের মধ্যে আছি।
এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, সম্প্রতিকালে উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায়। এতে টি-বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হলে কালিগঞ্জ বিওপি ক্যাম্প হুমকীর মুখে পড়ে। এলাকাবাসীর সহায়তায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাঁধটি রক্ষা করেন। এ অবস্থায় নদীর পানি কমে গেলে টি-বাঁধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ীর ভাঙ্গনের কবলে পড়ে। ওই ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জরুরী ভাবে প্রায় ২ হাজার ৫শত জিও ব্যাগ ও টিউব প্রদান করেন। এলাকাবাসী দলবেধে জিও ব্যাগে বালু ভরে ভাঙ্গনরোধে কাজে নেমে পড়ে। কিন্তু ওই কাজ বন্ধ করে দিয়েছে কালীগঞ্জ বিওপির সুবেদার আনোয়ারুল হক সহ ক্যাম্পের অন্যান্য সদস্যা।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক টি-বাঁধটি ভাঙ্গন প্রতিরোধে জরুরী ভিত্তিতে কাজ সম্পন্ন করার জন্য সেখানে জিও বালু ব্যাগ ও জিও টিউব বরাদ্দ প্রদান করা হয়েছে। যা জরুরী ভাবে কাজের নির্দেশও দেয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকাবাসী জানিয়েছে সেখানে বিজিবি কাজ বন্ধ করে দিয়েছে। আমরা বিষয়টি দেখছি, বিজিবির সাথে এনিয়ে কথা চলছে।
এবিষয়ে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হক জানান, নদী থেকে বালু ও মাটি উত্তোলন করার কোন ধরনের নির্দেশনা না থাকায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।