আর্কাইভ  শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ● ২৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

দিনাজপুরে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কাফন মিছিল

দিনাজপুরে বিএনপি'র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কাফন মিছিল

ছাত্র-জনতার হত্যাকাণ্ডের দায় ‘নিরাপত্তা বাহিনী’র ওপর চাপালেন হাসিনা

ছাত্র-জনতার হত্যাকাণ্ডের দায় ‘নিরাপত্তা বাহিনী’র ওপর চাপালেন হাসিনা

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে যোগ দিতে পল্টনে জনতার ঢল

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০৪

Advertisement

নিউজ ডেস্ক: ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দিতে দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সরেজমিনে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দেখা যায়, দুপুরের পর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয় অভিমুখে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ের সামনের রাস্তা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন এলাকা।

ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং ঢাকার বিভিন্ন আসনে মনোনীত বিএনপির এমপি প্রার্থীরা র‍্যালিতে যোগ দিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। 


র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, র‍্যালিটির মূল উদ্দেশ্য হলো ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো।

র‍্যালি শুরুর আগে কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied