আর্কাইভ  বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫ ● ২২ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, দুপুর ০৩:৫৬

Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই সময়ে ৮ জন ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনা বিদ্যালয়জুড়ে রহস্যের জন্ম দিয়েছে এবং অভিভাবক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
​বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৮ টার দিকে অসুস্থ ছাত্রীদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 
 
চিকিৎসকেরা জানান, প্রথমে ৬ জন ভর্তি হয়, পরে আরও দুজন এবং খবর পাওয়া যায় কয়েকজন তখনও স্কুলে অসুস্থ ছিল। ছাত্রীদের দাবি, পানি খাওয়ার পরপরই তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। 
 
​বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীরা ক্লাসে ফেরে। এর কিছুক্ষণ পরই এক ছাত্রী শ্বাস নিতে কষ্ট অনুভব করে। তার পরপরই একই শ্রেণির আরও চারজন ছাত্রী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে।
 
​কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, "প্রথমে একজন অসুস্থ হওয়ায় আমরা ভেবেছিলাম অ্যালার্জির সমস্যা। কিন্তু পরপর ৬ জনের একই উপসর্গ দেখা দিলে আমরা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে সবাইকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।" 
 
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই জানান, "৬ জন ছাত্রীই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। জিজ্ঞেস করে জানা যায়, অ্যাসেম্বলি শেষে তারা সবাই একই ধরনের বিস্কুট এবং পানি খেয়েছিল। তারপর থেকেই উপসর্গ দেখা দেয়।" 
 
​তিনি আরও বলেন, "ফুসফুস পরীক্ষা করে কোনো সংক্রমণ পাওয়া যায়নি। কারও জ্বর, সর্দি বা কাশি ছিল না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়াটা খুবই অস্বাভাবিক। পানিতে কিছু ছিল কি না বা তাতে কোনো রাসায়নিক ছিল কি না—সেটি নিশ্চিত হতে পরীক্ষা জরুরি।"
 
হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, অসুস্থ ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে মুখে খাওয়ার যেকোনো খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 
​শিক্ষার্থীদের একজনের অভিভাবক অভিযোগ করে বলেন, "সকালে একদম ভালো ছিল। স্কুলে গিয়ে কী এমন খেল, যে শ্বাসই নিতে পারছে না—এখনো বুঝতে পারছি না।" 
 
এ বিষয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস আলী বলেন, আজকে সকাল দশটায় এসেম্বলি পরে প্রথমে ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা বর্তমান সুস্থ হয়েছে।

মন্তব্য করুন


Link copied