পঞ্চগড়: হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে গত দুইদিন ধরে বেড়েছে কুয়াশা। সেই সাথে হিমালয় থেকে আসছে হিমেল বাতাস। রাতভর বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, সকালে দেখা মিলছে না সূর্যের। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের এ জনপথে।
আজ সোমবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। জেলায় উপর দিয়ে ঘন্টায় ৯-১০ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে।
তবে শনিবার রাত থেকে জেলার উপর দিয়ে হিমেল বাতাস বয়ে যায়। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের এ জেলায়।
আগামী কয়েকদিন একই তাপমাত্রা থাকার পাশাপাশি কুয়াশার পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পৌষের শুরুতেই উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। ঠাকুরগাঁওয়ে কনকনে ঠাণ্ডায় নাকাল সাধারণ মানুষ। আর এই শীতকে কেন্দ্র করে জমে উঠেছে ঠাকুরগাঁও শহরের ফুটপাতের শীতের দোকানগুলো। সোয়েটার, জ্যাকেট, মাফলার আর কম্বলের পসরা নিয়ে ব্যস্ত বিক্রেতারা, আর প্রয়োজন মেটাতে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্তসহ অনেক পরিবারের ক্রেতা।
কয়েকদিন ধরে ঘন কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডায় দুর্ভোগ বেড়েছে গাইবান্ধার মানুষের । তীব্র শীতের কারণে শহরে সকাল ও বিকাল থেকে যান চলাচল কমে এসেছে। গ্রামাঞ্চলের স্বল্প আয়ের মানুষের অবস্থা আরও কাহিল। শীত বস্ত্রের অভাবে অনেকেই বিকালেই ঘরমুখি হচ্ছেন।