মমিনুল ইসলাম রিপন: রংপুরে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ দক্ষিণ বিভাগ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযানের সময় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া জেলার নয়ন হোসেন (২০) ও লালমনিরহাট জেলার মিরাজ হোসেন (২০)।
অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক টি.আই রাশিদুল ইসলাম, সার্জেন্ট মোঃ জাহিদুল ইসলাম, সার্জেন্ট জাহিদুল ইসলাম ও ট্রাফিক কনস্টেবল মিলন কুমার।
অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের এবং উদ্ধারকৃত গাঁজা তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তারা মূলত রাজধানী ঢাকা ও গাইবান্ধা থেকে গাঁজা সংগ্রহ করে রংপুর অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করত।
এদিকে, ট্রাফিক পুলিশের এমন সফল অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, শহরের প্রধান সড়ক ও সংযোগ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরণের অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।