মহানগর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) বিকালে নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার রেজাউল করিম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেনকে হত্যাচেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে। প্রথামিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।