আর্কাইভ  মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ● ২৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

নির্বাচনকে বানচাল-পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
নির্বাচনকে বানচাল-পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া

হঠাৎ আগুন-হাতবোমা? জনমনে প্রশ্ন-আতঙ্ক

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১৪

Advertisement

নিউজ ডেস্ক: রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডায় সকালে বাসে আগুনের খবর শুনে দিন শুরু করেছিলেন নগরবাসী। কাছাকাছি সময়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আরও দুই জায়গায়। এরপর রাত ৯টা পর্যন্ত রাজধানীর অন্তত সাত জায়গায় হাতবোমা হামলা ও তিনটি বাসে অগ্নিকাণ্ডের খবর এসেছে।

সোমবার দিনভর এরমধ্যেই দুপুরে পুরান ঢাকার আদালত এলাকার কাছে প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন দুই ব্যক্তি। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় অনেকটা সিনেমার কায়দায় গুলি চালানো হয়। পরে ওই হত্যাকাণ্ডের ভিডিও দ্রুতই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগুন আর প্রকাশ্যে খুনের এসব ঘটনায় আতঙ্ক তৈরি হতে শুরু করেছে জনমনে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, ১৩ নভেম্বর ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে এগুলোর সম্পর্ক থাকা না থাকা নিয়ে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তরফে এসব ঘটনায় নগরবাসকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।”

এখন পর্যন্ত পুলিশ হাতবোমা হামলায় জড়িত এবং বাসে অগ্নিকাণ্ড নাশকতা কি না কিংবা এগুলোর সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে না পারার কথা জানিয়েছে।

তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজধানীর ঢাকার কাকরাইল গির্জা, সেন্ট জোসেফ স্কুলসহ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির দিনে এসব ঘটনার পর ক্ষমতাচ্যুত দলটির পক্ষে ঢাকার রাজপথে ঘোষিত কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জুলাই বিপ্লবীদের ‘ধৈর্যের পরীক্ষা না নেওয়ার’ আহ্বান জানিয়ে সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা নতুন বাংলাদেশ।”

জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

নিষেধাজ্ঞা থাকা দলটির কর্মসূচির মধ্যে মহানগরীর ভিন্ন ভিন্ন অংশে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুনের ঘটনা এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এক তরফা নির্বাচনের আগের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।

বিশেষ করে এক যুগ আগে ২০১৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে এভাবে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে মনে করিয়ে দিয়েছে। সেই ‘অগ্নিসন্ত্রাসের’ দিনগুলো আবার ফিরে এল কী না সেই প্রশ্নও করছেন কেউ কেউ। তিন দিন পর ১৩ নভেম্বরে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির সঙ্গে এর যোগসূত্র কিংবা ওইদিন দিন কী হবে তা নিয়ে উদ্বেগের কথাও বলাবলি হচ্ছে।

 

মন্তব্য করুন


Link copied