নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ।
মৃত্যুবরণ করা নাফিস ওই হলের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। আজ বাদ মাগরিব কার্জন হলে (রসায়ন বিভাগ প্রাঙ্গণ) তার জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ সে অসুস্থ ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক থেকে তাকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘সে গত ৬ মাস যাবৎ অসুস্থ এবং তার শরীনে রক্ত উৎপাদন হয় না বলে শুনেছি। এ ছাড়াও ইনকোর্স পরীক্ষা থাকায় গত দুইদিন রাতে ঘুমায়নি।’
নাফিস খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েম। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মহান আল্লাহর কাছে দুয়া, তিনি যেন নাফিসকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আর দান করেন জান্নাতুল ফিরদাউস। আমিন।’