আর্কাইভ  শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ● ১৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

নুরের ওপর হামলা, কে এই লাল টি-শার্ট পরা ব্যক্তি?

নুরের ওপর হামলা, কে এই লাল টি-শার্ট পরা ব্যক্তি?

ছয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব জেলায়

ছয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব জেলায়

সীমান্ত পেরিয়ে দলে দলে আসা থেমে নেই

রোহিঙ্গা যখন বিষফোড়া
সীমান্ত পেরিয়ে দলে দলে আসা থেমে নেই

উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, দুপুর ০১:০৫

Advertisement

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে—যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।

বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ।

‘ইসমাইল চৌধুরী সম্রাটসহ’ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied