আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

একঘন্টায় ৩০ বাচ্চা সহ রাসেল ভাইপার মা সাপ মারলেন তিস্তাপাড়ের মানুষজন

সোমবার, ২৪ জুন ২০২৪, রাত ০৯:৩৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ডানতীর বাধের আলসিয়াপাড়া গ্রামে ৩০টি বাচ্চাসহ মা বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাসেল ভাইপার সাপ ও এর বাচ্চাগুলো মেরে ফেলেন। এরপর মাটি চাপা দেয়। সোমবার(২৪ জুন) বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে। 
ওই গ্রামের মানুষজন জানান, তাদের ধারনা তিস্তা নদীর বাধের একাধিক গর্তে রাসেল ভাইপার সাপ আরও থাকতে পারে। তাই এলাকায় মানুষজনের মাঝে আতংঙ্ক বিরাজ করছে।
ওই গ্রামের ভ্যান চালক লাভলু মিয়া (৫০) জানান, আলসিয়াপাড়ার তিস্তা নদীর ডানতীর বাঁধে সোমবার বিকালে ৩০টি বাচ্চাসহ মা বিষধর রাসেল ভাইপার অবস্থান নিয়ে ছিল। সাপগুলো বাঁধের একটি গর্ত থেকে বেরিয়ে আসছিল। লোকজন দেখতে পেয়ে চিৎকার দিতে থাকে। এ সময় লাঠিসোডা নিয়ে এসে মানুষজন এক ঘন্টা ধরে ২৯টি বাচ্চা সাপ ও বাচ্চাগুলোর মা সাপসহ ৩০টি সাপকে মেরে মাটিতে পুতে দেয়।
কৈমারী ইউনিয়ন পরিষদের ইউপি সচিব রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মা সাপ ও সাপের বাচ্চা গুলোকে না মেরে বস্তায় ভরে রাখার চেস্টা করি। কিন্তু এলাকাবাসী তার আগেই লাঠি দিয়ে সাপগুলো মেরে গেলে। বিষয়টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের জানানো হলেও তারা কেউ এলাকায় আসেননি।
কৈমারী ইউপি সাদেকুল সিদ্দিকের সাথে এ ব্যাপারে কথা বলার চেস্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন


Link copied