আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারীতে জাকজমকভাবে উদযাপন

মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, রাত ০৮:২০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে জাকজমক পূর্ণ আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১লা জুলাই) বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা বক্তৃতা দেন।

এতে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. নাঈম শাহ।

সভায় নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ্ মিলনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারন সম্পাদক নূর আলম, কালের কণ্ঠের প্রতিনিধি ভূবন রায় নিখিল।

এসময় অতিথিরা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সফল পথচলার প্রশংসা করেন এবং তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমটির প্রশংসা করেন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম বলেন,“প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই ভূমিকাটি যথাযথভাবে পালন করে চলেছে।”

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম বলেন,“ তথ্য প্রযুক্তির এই সময়ে মাল্টিমিডিয়া রিপোর্টিং সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। গণমাধ্যমের উচিত তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যাতে করে জনগণ প্রকৃত সংবাদ জানতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেষ্টাটাই করছে বলে আমি মনে করি।”

এসময় এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, শিক্ষা বার্তার প্রতিনিধি সুভাষ বিশ্বাস, রুপালী দেশ পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, আমার বার্তার প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied