স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলায় আলহাজ্ব আব্বাস আলী নামে এক কৃষকের উঠতি আমন ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ৫ বিঘা জমির অমাড়াইকৃত ধান ও বসতবাড়ির তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার (৯ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিন ভেরভেরি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।
এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।
কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে তা অনুসন্ধ্যানে মাঠে নেমেছে পুলিশ। পাশাপাশি জড়িতদের চিহিৃত করে আটকের চেষ্টা করা হচ্ছে।
সুত্র মতে, ওই কৃষক ৫ বিঘা জমির উঠতি আমনের পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য নিজ বাড়ির সামনে স্তুপ করে রেখেছিলেন। রাতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই পুরো ৫ বিঘা জমির ধান সহ বসত ভিটার তিনটি ঘর ও আসবাসপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, ৫ বিঘা জমির ধান মাড়াই করলে কমপক্ষে ১২৫ মন ধান ঘরে তুলতে পারতাম। তার আগেই রাতের আধারে ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে, কে বা কারা ধানে আগুন দিয়েছে, সেটি বলতে পারছি না। আমার তো কারো সাথে ব্যক্তি শত্রুতা নেই। তিনি জানান, এতে ধান সহ তার প্রায় ৬ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হলো। এর সাথে যারা জড়িত তাদের শাস্তি চাই।