আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণসহ অভিনেত্রী আটক

শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:১৮

Advertisement

নিউজ ডেস্ক:  দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় তাদের আটক করা হয়। দুজনের কাছ থেকে আনুমানিক ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানে তাদের তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক দুই যাত্রী হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী। তার বাড়ি ঢাকার মিরপুর। অপরজন হলেন চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

জনসংযোগ কর্মকর্তা আরও জানান, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ নং ফ্লাইটে দুবাই চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই হতে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এতে ১ নং যাত্রী অনামিকা যুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। এতে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাঁদ স্বর্ণ (৫৪৩ গ্রাম, ২৪ ক্যারেট) এবং ১৯০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) সহ মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টম হাউস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। আটক যাত্রীদের এভিয়েশন রুল অনুযায়ী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে। যেহেতু তারা ঢাকার যাত্রী ছিলেন।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ঢাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রায়শই মধ্যপ্রাচ্যে দুজনেই যাতায়াত করেন। এছাড়া মহিলাযাত্রী বাংলাদেশের নাট্যাঙ্গনে নিয়মিতভাবে অভিনেত্রী হিসেবে কাজ করেন।

মন্তব্য করুন


Link copied