আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি’র ইন্তেকাল 

বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৩২

Advertisement Advertisement

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক কমান্ডার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার রাতে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মৃতুবরণ করেন। 
 
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাদ জহর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলামের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। জানাযায় অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষজন। জানাযা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারে স্ত্রী, সন্তানসহ ৮ জন ওয়ারিশ রেখে গেছেন। 
 
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবাদুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফসহ জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষগণ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
 
উল্লেখ্য, মরহুম আব্দুর রশিদ সিদ্দিকি জীবদ্দশায় একজন সমাজসেবী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড (টিকাপাড়া, জমিদারপাড়া, বাজারপাড়া, বসিরপাড়া, ইসলামবাগ) এলাকার জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
 
 

মন্তব্য করুন


Link copied