আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের পক্ষে সুস্পষ্ট অবস্থানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

শনিবার, ৩১ মে ২০২৫, রাত ০৯:২২

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর॥ রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য করা ছাত্র শিবিরের হেল্প ডেস্কে দৃবৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। ছাত্র শিবিরের দাবি এই হামলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা  মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের টোকাইরা জড়িত। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করে সন্ত্রাসীদের গ্রেফতার এবং চিড়িয়াখানার আওয়ামী সিন্ডিকেটকে ভেঙ্গে দিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র শিবির।

শনিবার ( ৩১ মে) সকালে নগরীর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে চিড়িয়াখানার এলাকায় করা হেল্প ডেস্কে এই হামলার ঘটনা ঘটে। সেখানে পরীক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখার জন্য ছাত্র শিবির হেল্প ডেস্ক করেছিল।


ছাত্র শিবিরের রংপুর মহানগর সাবেক সভাপতি মাহামুদুল হাসান জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তীইচ্ছুক পরীক্ষার্থীদের সুবিধার্থে রংপুরের যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেসব স্থানে আমরা হেল্প ডেস্ক করে সেবা দিচ্ছি। কিছু ব্যবসায়ীও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক তৈরি করেন। এরমধ্যে হঠাৎ ১৫-২০ জন দুর্বৃত্ব শিবিরের হেল্পডেক্সে হামলা চালায়। এর প্রতিবাদ করলে তারা শিবির নেতাকর্মীদের ওপরও হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় সাইকেল গ্যারেজের সাথে জড়িত। এ ঘটনায়


 রংপুর আরপিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান,  ‘ছাত্রশিবির কর্মীদের ওপর হেল্প ডেস্ক তৈরি করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী হামলা চালান। আমরা সিসিটিভি ক্যামেরা দেখে হামলাকারীদের সনাক্ত করেছি। এ ঘটনায় মহানগর শিবিরের প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক বাদি হয়ে মামলা করেছেন। এরই মধ্যে জড়িত সন্দেহে ফুচকা ব্যবসায়ী রিয়াজুল  এবং সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে চেস্টা চলছে। ’


এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধায় চিড়িয়াখানার গেট থেকে একটি বিক্ষোভ মিছিল করে  মহানগর ছাত্র শিবির। মিছিলটি  পুলিশ লাইন্স মোড়, টাউন হল, সিটি বাজার, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর ও জাহাজ কোম্পানী মোড় হয়ে প্রেসক্লাবে এসে সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শিবির সভাপতি মহানগর সভাপতি নুরুল হুদা, মহানগর সাবেক সভাপতি, আল আমিন হাসান,  হারুন অর রশিদ ও মাহমুদ হাসান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা প্রমুখ।


এসময় বক্তরা বলেন, রংপুর চিড়িয়াখানা এখনও আওয়ামীলী সিন্ডিকেট পরিচালনা করছে।  হেল্প ডেক্সে ব্যাগ রাখার সময় রংপুর মহানগর যুবলীগের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মুরাদ হোসেনের টোকাই সাঙ্গপাঙ্গরা ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেক্সে অতর্কিত হামলা করে। এতে  কয়েকজন আহত হন।  ৩ দিনের মধ্যে সিন্ডিকেটে ভেঙ্গে দিতে হবে এবং হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

মন্তব্য করুন


Link copied