আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

তথ্যমেলায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাণী প্রচার : রংপুরে কর্মকর্তাদের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১০:০০

Advertisement Advertisement

রংপুর।। রংপুরে আয়োজিত তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার ব্যানারে কয়েকজন মানববন্ধন করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব হামিম মুন্তাসির অহনের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে হামিম মুন্তাসির অহন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তথ্য মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় যে ঘটনাটি ঘটেছে, সেই দায় জেলা প্রশাসক এড়াতে পারেন না। তথ্য মেলায় দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রীর বাণী প্রচারে জুলাই বিপ্লবে রংপুরের যে সম্মান এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে।

এসময় মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সদস্য জিয়াদী হক রুসু, মহানগরের সদস্য সিমান্ত প্রমুখ বক্তব্য রাখেন।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গত রোববার (২২ ডিসেম্বর) দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দফতর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট রাখা হয়। সরকারি চারটি দফতরের স্টলে মুজিববর্ষের লিফলেট ও পলাতক শেখ হাসিনার বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করা হলে তোলপাড় শুরু হয়।

রোববার সন্ধ্যায় মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে স্টল থেকে এসব লিফলেট সরিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সংশ্লিষ্ট দফতরগুলোর প্রধানদের কাছে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া দুই দিনের মধ্যে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রংপুর জেলা ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হামিম মুন্তাসির অহন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের কিছু নেতাকর্মী নিজেদের আখের গোছাতে ব্যস্ত। যে সংগঠন মানুষের অধিকার, হক আদায়ের জন্য কাজ করার কথা ছিল, সেই সংগঠনের কিছু নেতা ঘুরেফিরে স্বৈরাচারের মতো কাজ করে যাচ্ছে।

মানববন্ধনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, তথ্য মেলার সেই ঘটনায় তাৎক্ষনিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদ করেছে। জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মানববন্ধনের সাথে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।

মন্তব্য করুন


Link copied