শাহ্ আলম শাহী,দিনাজপুর: দিনাজপুর-২ ( বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে বিরল উপজেলার দলীয় নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা। সড়ক অবরোধ,বিক্ষোভ মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে বিএনপির নীতিনির্ধারকদের আল্টিমেটাম দিয়েছে তারা।
শনিবার রাতেও দিনাজপুর-২ ( বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠে বিরল উপজেলার দলীয় নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা। শনিবার রাতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিএনপির নীতিনির্ধারকদের আল্টিমেটাম দিয়েছে তারা।
আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে বিরল উপজেলায় সড়ক অবরোধ করে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশা তিনপ্রার্থীর সমর্থকরা। এ সময় প্রচন্ড যানজটে বিপাকে পাড়ে দূরপাল্লার বাস,ট্রাকসহ বিভিন্ন যানবাহন চালক,যাত্রী ও পথচারীরা।
এ সময় বিএনপির নেতা-কর্মী এবং দিনাজপুর-২ আসনে বিএনপির মন প্রত্যাঅলশী তিন প্রার্থী আ.ন.ম.বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও শিক্ষক নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর সমর্থকরা আওয়ামীলীগের পূণর্বাসনকারী দাবি করে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে বিএনপির যে কোন ত্যাগি নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।
সমাবেশে বিক্ষোভকারীরা "হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, অনুপ্রবেশকারি হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও,আওয়ামীলীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই,বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নাই" বলে স্লোগান দেয়। সেই সঙ্গে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জানানো হয়,সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করা হলে নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটবে। আর পিনাক চৌধুরীকে ঠেকাতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বিএনপির নীতিনির্ধারকদের আল্টিমেটাম দিয়েছে তারা।
এর আগে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে কাফন মিছিল, প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে আন্দোলন করেছে
বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি'র মনোনয়ন ঘোষণার পর পরই ফুঁসে উঠে দলীয় নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশী সমর্থকরা।