আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

দিনাজপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, বিকাল ০৫:৪২

Advertisement

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ভটভটি চালক পলাতক রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে ধীমান ঘোষ (৩৮)। নবাবগঞ্জ হাসপাতালের পাশে তার বিকাশের দোকান রয়েছে। অপরজন তার বন্ধু। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে খবর পেয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নামাজ পর বিরামপুর দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি হিলির দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ি দুটি হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

মন্তব্য করুন


Link copied