আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫ ● ২০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বাড়ছে চাপ

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বাড়ছে চাপ

শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, হত্যার ঘটনায় আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী

রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি
শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, হত্যার ঘটনায় আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী

ডিবি হারুনকে ‘জিন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য
ডিবি হারুনকে ‘জিন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন, সেই ডিসি সুলতানা কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন, সেই ডিসি সুলতানা কারাগারে

দুইদিন বন্ধ থাকার পর কাল থেকে চালু হবে নীলফামারীর উত্তরা ইপিজেড

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:১৫

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ টানা দুইদিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় চালু হবে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলো। তবে পরচুলা তৈরীর কারখানা এভারগ্রীন লি. চালু হবে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আলোচনা শেষে বেপজা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সারে সাতটা পর্যন্ত ইপিজেডের বেপজা অফিসের হলরুমে অনুষ্ঠিত শ্রমিক, কারখানা মালিক, বেপজা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হয়। কারখানা মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে ইপিজেড। ওই আলোচনায় অংশ নেওয়া জেলা বিএনপির সদস্য আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের নায়েমে আমির, ড. খায়রুল আনাম, এসসিপির জেলা আহবায় আব্দুল মজিদ।

আলোচনা শেষে রাত পৌনে আটটার দিকে তারা সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল থেকে ইপিজেডের সকল কারখানা খুলে যাবে। শুধু মাত্র এভারগ্রীন লি. কারখানার কিছু প্রস্তুতি জনিত কারনে আগামী শনিবার(৬ সেপ্টেম্বর) খুলবে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের বলেন, বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সারে সাতটা পর্যন্ত জেলা প্রশাসন, কারখানা মালিক, বেপজা কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সভা হয়। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর বেশির ভাগ কারখানা মালিকরা মেনে নিয়েছেন। একারনে আগামীকাল বৃহস্পতিবার থেকে সব কারখানা খুলবে। এভারগ্রীনের বেপজার সঙ্গে কিছু চুক্তি হবে। একারনে এভারগ্রিন কাল খুলবে না। তবে শনিবার থেকে তারা কারখানা খুলবে। জেলা প্রশাসক আরও বলেন, বেপজার পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি হয়েছে।

এ ব্যাপারে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারও বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, উক্ত ইপিজেডে এভারগ্রীন কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি ৫১ জন শ্রমিক ছাটাই করেন। গত চারদিন(৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর) ধরে ওই শ্রমিকরা ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল। ফলে এভারগ্রীন কর্তৃপক্ষ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে পুরো কারখানা বন্ধ ঘোষনা করেন। এতে ওই কারখানার প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক ওই দিন ইপিজেডের প্রধান ফটকে সড়ক অবরোধ করে দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল। এ সময় আইনশৃঙ্খলাবাহিনী সড়ক থেকে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালালে হাবিব ইসলাম (২০) নামের এক শ্রমিক নিহত ও অন্তত ২৪জন আহত হন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে ইপিজেডের সকল কারখানা বন্ধ হয়ে যায়। যা বুধবারও বন্ধ ছিল। এতে ২৪টি শিল্পকারখানার উৎপাদন বন্ধ থাকে। ইপিজেড এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে দুই প্লাটুন করে বিজিবি, পুলিশ ও সেনা মোতায়েন রাখা হয়। বন্ধ রাখা হয় ইপিজেডের মুল ফটক। সৃষ্ট ঘটনা তদন্তে বেপজার পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে শ্রমিক নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত শ্রমিকের পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে।

এ বিষয়ে কথা বললে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, মঙ্গলবারের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলমান আছে।

প্রকাশ যে, ২০০১ সালে নীলফামারীর সদরের সংগলশী এলাকায় ২১৩.৬৬ একর এলাকার ওপর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা উত্তরাঞ্চল (উত্তরা ইপিজেড)। বর্তমানে এখানে ২৪টি দেশি-বিদেশি কারখানা প্রতিষ্ঠিত রয়েছে। যেখানে নারী-পুরুষ মিলে প্রায় ৬৫ হাজারের ওপর কমর্চারী-শ্রমিক কাজ করে। 

মন্তব্য করুন


Link copied