আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

ধর্ষণ চেষ্টাকারীর গোপনাঙ্গ কেটে দিলেন বিধবা নারী

মঙ্গলবার, ৩১ মে ২০২২, দুপুর ০৩:৪১

Advertisement Advertisement

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ থেকে রক্ষা পেতে এক বিধবা নারী ধর্ষণ চেষ্টাকারীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোনাইল প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোপনাঙ্গ হারানো ব্যক্তির নাম চাঁন মোহাম্মদ (৫৫)। সে উপজেলার ওই একই গ্রামের বাসিন্দা। ধর্ষণের চেষ্টার সময় চাঁন মোহাম্মদ ওই নারীর গলা ও হাত কামড়ে জখম করে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গোপনাঙ্গ হারানো ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, তারা দুইজন প্রতিবেশী। সোমবার রাতে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যায় ও তাদের দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

নির্যাতনের শিকার ওই নারী জানান, স্বামী দুই বছর আগে মারা গেছে। তার দুই ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে এক ছেলে ও এক মেয়েকে বিয়ে দেয়া হয়েছে ও তারা বর্তমানে ঢাকায় থাকে। অনেক আগে থেকে এই ব্যক্তি তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার বিরক্ত করার কথা স্থানীয় প্রধানদের জানালেও কোন কাজ হয়নি। সোমবার রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে সে আমার গলা ও হাতে কামড়ে রক্তাক্ত জখম করে এবং গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আমি কোনো উপায় না দেখে হাতের কাছে থাকা ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেছি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied