স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুত করার অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকাল তিনটার দিকে জেলা শহরের ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আনোয়ারা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক রিমন ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নার্সিং ইনস্ট্রাটর নিতিশ রায়, নার্সিং সুপারভাইজার মির্জা আকতার বানু ও বাদশা আলমগীর, সহকারী নার্স সুমাইয়া খানম।
বক্তারা উল্লেখ করে বলেন, ৪৮বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতি নিয়ে নার্সিং প্রশাসন, নাসিং ও মিডওয়াইফারী অধিদপ্তর সেবা দিয়ে আসছে। এমতাবস্থায় অন্য দপ্তরেরসাথে একীভুত করা মঙ্গলজনক নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।