আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

নিহত শিক্ষিকা মাহেরীনের কবর জিয়ারত করলেন সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, রাত ০৯:৫২

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে ফোরামের সভাপতি ও উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় নিহত শিক্ষিকা মাহেরীনের গ্রামের বাড়িতে যান। এরপর তারা কবর জিয়ারত ও মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। 

এসময় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরর্কা, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক,  মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর দিন মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় নিহত শিক্ষিকার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়াস্থ বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হয়। তিনি বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ছিলেন। 

মন্তব্য করুন


Link copied