স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সহিংসতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৫ নবেম্বর) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
তারা হলেন, জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াত কর্মী মো. মোতালেব হোসেন (৫৫) ও মো. জুয়েল (৩২), ডিমলা উপজেলার পশ্চিম ডালিয়া গ্রামের জামায়াত কর্মী মো. নুর ইসলাম (৫০)। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামায়াতের ওই তিন কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার রায়।