স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ জুন) সকাল ১১টার দিকে অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাসুদা আকতার। বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, কিশোরীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রায়, নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী আলপনা রায়, নীলফামারী পৌরসভার সদস্য রতনা রায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রুমানা বেগম, খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য জাহানারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনের আরপিও অনুসারে ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলে পর্যায়ে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সেটির বাস্তবায়ন দাবি জানাচ্ছি।