আর্কাইভ  সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫ ● ১৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

ফেসবুকে ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’ লিখলেন সাকিব

এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ভারত

নীলফামারীতে রিনো-রকি আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:৪৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ তারুণ্যের উৎসব ঘিরে বর্ণিল আয়োজনে নীলফামারী সদর উপজেলায় গোড়গ্রাম ইউনিয়নে শুরু হয়েছে রিনো-রকি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোড়গ্রাম ধোবাডাঙ্গা স্কুল মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিজ্ঞ জিপি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড. আবু মোঃ সোয়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিনো ও রকির পিতা মোশারফ হোসেন খাঁন দুলাল। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আসাদুজ্জামান খান রিনো।

উদ্বোধণী খেলায় খোকশাবাড়ি ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হন ইটাখোলা ফুটবল দল। খেলাটি উপভোগ করার জন্য শতশত দর্শক উপস্থিত ছিলেন সেখানে।

এর আগে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে। আজকে জাতীয় ক্রিকেট ছেলে ও মেয়ে উভয় দলে আমাদের নীলফামারীর কৃতিসন্তানরা শুধু দেশের নয়, জেলার নামও উজ্জ্বল করছে। আজকে যারা এখানে ফুটবল খেলছো,হয়তো একদিন তোমরাও জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। এবং বিশ্বের কাছে দেশের সম্মান উচু করে নিয়ে আসবে। সেইসাথে মাদক নেশাগ্রস্ত দ্রব্য থেকে তরুণ সমাজকে দূরে থাকতে হবে। একইসাথে জেলার প্রতিটি ইউনিয়নে যেন তাদের খেলার মাঠ সংরক্ষণ করে এই আহবান জানান তিনি।

উদ্বোধকের বক্তব্যে জেলা আদালতের বিজ্ঞ জিপি এ্যাড. আবু মোঃ সোয়েম বলেন, খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজের প্রতি মাদক থেকে দূরে থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান খান রিনো ও সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান খান রকির পিতা মোশারফ হোসেন খাঁন দুলাল বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি দর্শকপূর্ণ সুন্দর এই ফুটবল খেলার আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তার দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এ্যাড, আসাদুজ্জামান খান রিনো জানান, আমরা দুই ভাই ছোট থেকে এই স্কুল মাঠে খেলাধুলা করেছি। আমার ছোট ভাই আক্তারুজ্জামান খান রকি চ্যানেল নাইন’এ কর্মরত আছে। এলাকার যুবসমাজ যাতে নেশা জগৎ সহ কোন ফুল পথে না চলে যায় এজন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। গত বছরও(২০২৪) আমরা দুই ভাইয়ের প্রচেষ্টায় এই খেলার আয়োজন করেছি, এ বছরও করছি। ভবিষ্যতে গোল্পকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, রিনো-রকি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করছে। আজকে ইটাখোলা ও খোকশাবাড়ি ফুটবল দলের মধ্যদিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। আগামীকাল রবিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে খেলায় প্রতিদ্বন্দীত্ব করবেন রামনগর ফুটবল দল বনাম কচুকাটা ফুটবল দল। আরও জানান, দূর্গাপূজা উপলক্ষে আগামীকালের খেলার পর দশমী পর্যন্ত খেলা বন্ধ থাকবে। এরপর পূণরায় খেলা চলমান হবে।  

মন্তব্য করুন


Link copied