স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে আবারও একটি প্রাইভেট কার থেকে ১৪৭ পিচ ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় গাড়ির চালককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার(১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালিন এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের হোসেন।
আটককৃত গাড়ি চালক পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের পুরাতন পঞ্চগড় গ্রামের আব্দুল বারেকের ছেলে আমিরুল ইসলাম(৩৫)।
জানা যায়, একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১৬-০৭৮৫) করে অতিরিক্ত চাকার ভিতরে ১৪৭ পিচ ফেনসিডিল সহ পঞ্চগড় থেকে রংপুরের দিকে যাচ্ছিল আমিরুল। এসময় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাসির সময় সেনাবাহিনীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সে শিকার করলে গাড়ির অতিরিক্ত চাকা কাটে ১৪৭ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উল্লেখ যে, গত ৮ জুন একটি প্রাইভেট কার থেকে বিদেশী মদ,ফেনসিফিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।