আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

নীলফামারীতে হচ্ছে চীনের বিশেষায়িত হাসপাতাল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের স্থান পরিদর্শন

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, রাত ১১:১৮

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চীন সরকারের উপহারের বিশেষায়িত হাসপাতাল নীলফামারীতে স্থাপনের জন্য স্থান পদির্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুন অর রশিদ। মঙ্গলবার(২২ এপ্রিল) সকালে তিনি উত্তরা ইপিজেডের অদুরে জেলা সদরের দাড়োয়ানীতে টেক্সটাইল মিলের পরিত্যক্ত ২৫ একরের একটি এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশেপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে অনেকটা পজেটিভ স্থানে আছি। তিনি আরও বলেন, জেলা প্রশাসকের প্রস্তাবিত টেক্সটাইলের এই পরিত্যক্ত স্থানটি  নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি। ফেসবুকে যা লেখালিখি চলতেছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে। 
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোন উপায় নেই। উপদেষ্টা মহোদয় জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গার কথা। কিন্তু এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব এখানে আরও সুদরভাবে কাজ পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া উত্তর বঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে। সড়ক ও আকাশ পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সব দিক বিবেচনায় নীলফামারী প্রথম পছন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, বিশ্বি স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. জুবায়ের আল মামুন ও জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার প্রমুখ।
উল্লেখ্য, হাসপাতাল স্থাপনের ওই স্থানটির কাছেই উত্তরা ইপিজেডের অবস্থান। সেখানে বিনিয়োগকারী একাধিক চায়না কম্পানী রয়েছে। ফলে অসংখ্য চায়না নাগরিক সেখানে  অবস্থান করে কাজ করছেন। ইপিজেডটিতে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ৪০ সহস্রাধিক মানুষের। প্রস্তাবিত জায়গায় হাসপাতালটি স্থাপিত হলে ইপিজেডে অবস্থানকারী চায়না নাগরিকসহ এলাকার সকল মানুষ চিকিৎসা সুবিধা পাবেন। 

মন্তব্য করুন


Link copied