আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

প্রায় কোটি টাকা আত্নসাতে ঘটনায় ভিসা প্রতারক নীলফামারীতে গ্রেপ্তার

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, বিকাল ০৭:৩৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ কানাডা প্রেরণের নামে ৭ ব্যাক্তির নিকট প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ভিসা প্রতারক শেখ আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উক্ত প্রতারক ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

শুক্রবার(৮ আগষ্ট) দুপুরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভিসা প্রতারক সহ তার চক্রের সদস্যরা অনলাইনের মাধ্যমে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার মোহাম্মদ ফরহাদ সরকার (৪২) সহ ৭ জনকে কানাডা প্রেরনে ভিসা প্রতারনা করে। এ জন্য উক্ত প্রতারকরা তাদের নিকট ৮২ লাখ ৩০ হাজার টাকা অনলাইন ব্যাংকিকের মাধ্যমে হাতিয়ে নেয়। প্রতারনার বিষয়টি বুঝতে পেরে তারা মুন্সিগঞ্জ থেকে এসে নীলফামারীর কিশোরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

উক্ত মামলার সূত্র ধরে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর পরিকল্পনা অনুযায়ী নীলফামারী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উক্ত ভিসা প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় আসামীর নিকট প্রতারনা করার সময় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। এসময় তার মোবাইলে টাকা লেনদেন সহ বিভিন্ন প্রতারনার কাগজপত্র ও জিডিটাল ফাইল পাওয়া গিয়েছে।  

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরীগঞ্জ থানার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় মামলা রুজু করা হয়েছে বলে উক্ত থানার ওসি আশরাফুল ইসলাম জানান। 

মন্তব্য করুন


Link copied