আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি: ড. সলিমুল্লাহ খান

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:৪৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেছেন, ‘বর্তমানে আমরা মরার স্বাধীনতা পেয়েছি। অন্য কোন স্বাধীনতা পেয়েছি কিনা চিন্তা করে দেখেন। সাম্যের কি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। মানবিক মর্যাদা ধূলিসাৎ হয়েছে।’

সোমবার (১৮ নভেম্বর) মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘টর্চার, গুম, খুন, ক্রসফায়ার গান ফাইট বাংলাদেশে বেড়েছে না কমেছে? তাহলে আমাদের ছাত্র ছাত্রীদের অধিকার ও কর্তব্য সম্পর্কে শিখাবো কি? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে তিনটি ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, এবং সামাজিক সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করা। সেটা থেকে আমরা সরে গিয়েছিলাম। আমাদের এই যুগের তরুণ ছাত্রছাত্রীরা প্রাণ দিয়ে এবং দেশের জনগণ তাদের সর্বাত্মক সমর্থন দিয়ে প্রমাণ করেছে আমাদের রাষ্ট্র হাত থেকে হারিয়ে যেতে পারে না।’

তিনি আরো বলেন, তাহলে এই যে নতুন রাষ্ট্র গঠনের সংগ্রাম। নতুন স্বাধীনতা বলার চেয়ে আমাদের বলা উচিত আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা আমরা ফিরিয়ে আনার সংগ্রামে আবার প্রাণ দিয়েছি। দরকার হয় আমরা আরো প্রাণ দিবো। কিন্তু আমরা স্বাধীনতা হারাতে দিবো না। তাহলে স্বাধীনতার দরকার টা কি? 

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুজ্জামান খান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক মিয়া।
 

আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সরকারি হরগঙ্গা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম মারুফ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন


Link copied