আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজের প্রকাশ ঘটাতে পারে: রংপুরের জেলা প্রশাসক

সোমবার, ২৬ মে ২০২৫, রাত ১০:২৬

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন, রংপুর॥॥ ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’—এই প্রতিপাদ্যে রংপুরে দুই দিনব্যাপী জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। 
 
সোমবার (২৬শে মে) সকালে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুর জেলাপ্রশাসন এই মেলার আয়োজন করেছে।
মেলা উদ্বোধন শেষে জেলাপ্রশাসক বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজের প্রকাশ ঘটাতে পারে। যদি তাদের সঠিকভাবে মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা যায়, তাহলে তারাই একদিন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠবে। ফলে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ উন্নয়নে বড়ো ভূমিকা রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
 
মেলায় রংপুর জেলার আট উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সিনিয়র ও জুনিয়র গ্রুপে  অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পগুলোর মধ্যে ছিল-পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এলার্মিং সিস্টেম, ইনোভেটিভ ট্রাফিক ম্যানেজম্যান্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন। মেলায় শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ২৬শে মে হতে ২৭শে মে পর্যন্ত দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে।

মন্তব্য করুন


Link copied