আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫ ● ১৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
৯ বছরেও শেষ হয়নি বেরোবির নারী শিক্ষার্থীদের নির্মাণাধীন হলের কাজ !

কচ্ছপ গতীতে কাজ এগিয়েছে মাত্র পাঁচ তলা
৯ বছরেও শেষ হয়নি বেরোবির নারী শিক্ষার্থীদের নির্মাণাধীন হলের কাজ !

“এনসিপি অফুটন্ত শাপলা নিক, মুখ বন্ধ করা একটা শাপলা”

“এনসিপি অফুটন্ত শাপলা নিক, মুখ বন্ধ করা একটা শাপলা”

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে নীলফামারীতে সার ডিলারদের সংবাদ সম্মেলন

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৪:১৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী সহ নানা সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলি তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও সাধারন সম্পাদক তাপস কুমার সাহা।

বক্তব্যে তারা বলেন, দেশের কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে হলে দ্রুত সার বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ ও চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে হবে। এছাড়া ব্যবসায়ীদের প্রাপ্য কমিশন বৃদ্ধি, ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া না যাওয়ায় সার সংকট সৃস্টি হচ্ছে। এজন্য ডিলারদের দোষারোপ করা হলেও বাস্তবতায় ডিলারগণ কোনভাবেই জড়িত নয়। চলতি বছরে নীলফামারীতে ইউরিয়া চাহিদা দেয়া ৮২ হাজার ৮১৭ মেট্রিক টন। সেখানে বরাদ্দ দেয়া হয়েছে ৪৭ হাজার ৫৬৯ মেট্রিক টন। ঠিক একই ভাবে টিএসপির চাহিদা ১৩ হাজার ৯৯০ মেট্রিক, বরাদ্দ পাওয়া যায় ৬ হাজার ৪০৩ মেট্রিক টন, ডিএপি সারের চাহিদা ৩৯ হাজার ৭২ মেট্রিক টন, বরাদ্দ দেয়া হয় ২৯ হাজার ৭৮৩ মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা ৪১ হাজার ২৬৫ মেট্রিক টন, সেখানে বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৩৪ মেট্রিক টন। এর আগের বছর একই অবস্থা বিদ্যমান ছিল। ফলে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা যাচ্ছে। চাহিদা অনুযায়ী সার সরবরাহ পাওয়া গেলে আর সংকট সৃষ্টি হবে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে নতুন করে খসরা নীতিমালা প্রকাশ করেছে কৃষি মন্ত্রনালয়। এতে প্রতি ইউনিয়নে আরও তিনজন করে সার ডিলার নিয়োগ করার কথা বলা হয়েছে। যা বিতরণ ব্যবস্থায় কখনও সুফল বয়ে আনতে পারবে না। বরং আরও সংকট ও নানান সমস্যা সৃষ্টি হবে। বক্তরা বলেন, যে কোন সারের নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে অবশ্যই সংশ্লিষ্টদের মতামত নেয়া ব্যবস্থা গ্রহন করতে হবে। তাই আমরা বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না গিয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠু সার সরবরাহের মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রনালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর করা হউক। এক্ষেত্রে সার ডিলার নীতিমালা ২০০৯ এর আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে।

সূত্র মতে নীলফামারী জেলায় বিসিআইসি ৭৫ জন ও বিএডিসি ১৩০ সহ মোট ২০৫ জন সার ডিলার রয়েছে। 

সংবাদ সম্মেলনে জেলা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ সভাপতি রজব আলী আহমেদ, চিত্ত সরকার, আলহাজ্ব তাসলিম উদ্দিন, রশিদুল হক, যুগ্ন সম্পাদক আবুল কালাম মিঠু, মাহমুদ আলম, কোষাধ্যক্ষ পলি রানী কুন্ডু সহ সার ডিলারগণ উপস্থিত ছিলেন। এ সময় নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক নুর আলম সহ বিভিন্ন গলমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied