আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ভারত আগ্রাসন অব্যাহত রাখলে আমরা বাংলা-বিহার-উড়িষ্যা দাবি করব : রিজভী

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:২৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে আমরা বাংলা-বিহার-উড়িষ্যা দাবি করব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

আজ বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় এ কথা বলেন রিজভী।

সমাবেশে ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে, ‘আমি সস্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেব,’ এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই এক সাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারী হাই কমিশনের গেইট ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব, এটা আমরা কোনোদিন ভুলে যাব না। আপনাদের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলব, আমাদের যে নবাবের এলাকা বাংলা-বিহার-উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দূর্গাপূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেত্রীবৃন্দ আছেন আমরা তাদের কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলি-  এই এবারের পূজোর নাড়ু কই? আমরা জোড় গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ যে যাই রাজনীতি করুক একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা আমরা কখনোই করিনি।

তিনি আারও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে প্রচারণা যেটা চালাচ্ছেন তাতে কোন লাভ হবে না।

সংগঠনের সভাপতি অর্পনা রায় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালনায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশীষ রায় মধু সুরঞ্জন ঘোষ, গৌতম বৈদ্য, জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন


Link copied