আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, রাত ০১:৫০

Advertisement

নিজস্ব প্রতিবেদক:  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মাসুম আলী নামে এক মৃত ব্যক্তির চোখ চুরির অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) এই ঘটনা ঘটে।  

জানা গেছে, মাসুম আলী রংপুর মহানগরের পরশুরাম থানার বুড়িহাট বাহাদুর সিং মাস্টার পাড়ার বাসিন্দা। পারিবারিক দ্বন্দ্বের জেরে তার শ্যালক সাইদের সঙ্গে মারামারিতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। বুধবার সকালে পোস্টমর্টেমের সময় স্বজনরা দেখতে পান যে মরদেহের দুটি চোখ নেই। এতে তারা হতবাক হয়ে পড়েন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চোখ চুরির অভিযোগ তোলেন। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় সাব-ইন্সপেক্টর হানিফ মরদেহের চোখে কোনো সমস্যা দেখতে পাননি। অথচ পরে পোস্টমর্টেমের সময় চোখ না থাকায় ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পরিবার। 

হাসপাতালের মর্গে দায়িত্বপ্রাপ্ত সর্দার অফিসের কর্মকর্তারা এই ঘটনার জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তাদের দাবি, অনেকবার বলার পরেও মর্গে কোনো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। 

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied