আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫.০০

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ০৪:৫৪

Advertisement

প্রেস বিজ্ঞপ্তি: রংপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

অত্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৪ জন, মানবিক বিভাগে ০২ জনসহ মোট ৪৬ জন পরীক্ষার্থী এইচএসসি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলে জিপিএ ৫.০০ অর্জন করে। ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর অবস্থা তৈরি হয়। শিক্ষক-কর্মচারীসহ সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এইচএসসি  পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, অভিভাবকবৃন্দের সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে। একজন দক্ষ শিক্ষক শুধু পাঠদানই করান না বরং শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি, কৌতূহল ও সৃজনশীলতার বিকাশ ঘটান। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নের জন্য দরকার দক্ষ শিক্ষক, আধুনিক ক্লাসরুম ও বিজ্ঞানভিত্তিক পাঠদান। ক্যাডেট কলেজ এই তিনটি বিষয়ই নিশ্চিত করার মাধ্যমে ভালো ফলাফল অর্জনে সমর্থ হয়।

কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের উপর সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।

মন্তব্য করুন


Link copied