মমিনুল ইসলাম রিপন: রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম।
এসময় খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের কাঁধে তাঁর পিতা খন্দকার সাব্বির আহমেদ র্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর।
খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বি.কম (অনার্স) ও এমবিএস (ব্যবস্থাপনা) ডিগ্রিধারী। তিনি ২০১২ সালে ৩৩তম আউটসাইড ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ২০১৩ সালে লালমনিরহাট জেলায় শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
এরপর তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। ২০২১ সালে তিনি রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন এবং বর্তমানে সাইবার ক্রাইম মনিটরিং ও মিডিয়া সেলে দায়িত্ব পালন করছেন।
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে জারি করা এক আদেশে তাকে এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রদান করা হয়।
রংপুর জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে তাঁর সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।