আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫ ● ১১ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
‘আই হ্যাভ এ প্ল্যান’—১৬ মিনিটের ভাষণে যা বললেন তারেক রহমান

‘আই হ্যাভ এ প্ল্যান’—১৬ মিনিটের ভাষণে যা বললেন তারেক রহমান

তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী

বিবিসি-রয়টার্সের প্রতিবেদন
তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী

গুলশানের ১৯৬ নম্বরে তারেক রহমান

গুলশানের ১৯৬ নম্বরে তারেক রহমান

বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

লালমনিরহাট সীমান্তে ২৮ লাখ টাকার জিরা ও শাল জব্দ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৭:০৭

Advertisement

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও উন্নত মানের শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
 
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সাংবাদিকদের জানান, বুধবার রাতে কুড়িগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় জিরা ও কাপড়ের একটি বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন ওই কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
 
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২,৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি উন্নত মানের শাল। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ ৭১ হাজার টাকা। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, এই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
 
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

মন্তব্য করুন


Link copied