নুর ইসলাম নিরাত, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভাকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে যানজট সমস্যা মাধানে আজ সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,বাজার ব্যবসায়ী সমিতি, সাধারণ ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
পাটগ্রাম বাজারের যানজট সমস্যা দ্রুত সমাধানের জন্য কয়েকটি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশিত হয়েছে বলে উপস্থিত সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সমস্যা সমাধানে ইজিবাইক স্ট্যান্ড স্থানান্তর, প্রত্যেক মোড় সিসি টিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং,পূর্ব চৌরঙ্গী, মধ্যে চৌরঙ্গী, উপজেলা মোড় ও স্টেশন মোড় নো-পার্কিং জোন ঘোষণা, সকাল ৯.০০ টা থেকে রাত ৯. ০০ টা পর্যন্ত বড়/ভারী গাড়ি বাজারে প্রবেশ করতে পারবে না, যানজট নিরসনে সার্জেন্ট পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করবে আনসার বাহিনী।
এসময় সব দলের নেতাকর্মীরা বলেন, পাটগ্রাম বাজারের ফুটপাতের অনিয়মতান্ত্রিক দোকান সরিয়ে নিলে যানবাহন চলাচলের পথ অনেকটাই প্রশস্ত হবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"এ সমস্যা সমাধানে শুধু পৌর প্রশাসন নয়, সকল স্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা সকলে মিলে সমন্বিতভাবে এই উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা একটি যানজটমুক্ত ও সুশৃঙ্খল শহর পাবো।"