নিউজ ডেস্ক: আইনগত ক্ষমতা ও বিধিমালার বাইরে নির্বাচন কমিশনের (ইসি) কোনো কিছু করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, ‘প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো তালিকাভুক্ত আছে, সেখান থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে হয়। আইন অনুযায়ী আমাদের তালিকায় যে প্রতীক নেই, সেটি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেনি। অনেক কিছুই মিডিয়াতে এসেছে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না। আশা করি, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’
অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে এই কমিশনার বলেন, বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।
এ সময় পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, ‘নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, পিপিএম (সেবা), সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেন প্রমুখ।