আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, রাত ০৯:২৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক :  সাংবাদিকদের কাজের জন্য সবচেয়ে বিপজ্জনক নয়টি দেশের তালিকা প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন সাংবাদিক নিহত হয়েছে ফিলিস্তিনে। এছাড়া তালিকায় থাকা বাংলাদেশে জুলাই মাসে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতের সময় নিহত হন পাঁচজন।

আরএসএফের ২০২৪ রাউন্ড আপ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত অবস্থায় নিহত হয়েছেন ৫৪ সাংবাদিক। যাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে।

 

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯টি দেশের শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। সেখানেই এক বছরে নিহত ১৬ সাংবাদিক। এছাড়া শীর্ষ তিনের মধ্যে গাজার পরের অবস্থানে থাকা পাকিস্তানে নিহত হয়েছেন ৭ জন এবং তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশে নিহত হয়েছেন ৫ জন সাংবাদিক। ২০২৪-এ কোটাবিরোধী আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্ঘাতে তারা মারা যান। আহত হন আরও অনেকে।
 
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সমীক্ষায় দেখা গেছে, ২০২৪-এ সাংবাদিকের ওপর সহিংসতার পরিমাণ বেড়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ পর্যন্ত। ২০১৮ সালে সে হার ছিল ৫২ দশমিক ১ শতাংশ। এছাড়া গাজায় হত্যা করা সাংবাদিকদের ৩০ শতাংশকেই ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তালিকায় সবচেয়ে বিপজ্জনক বিবেচনায় প্রতিবেদনে আরও যেসব দেশের নাম এসেছে সেগুলো হলো মেক্সিকো, সুদান, মিয়ানমার, কলম্বিয়া, ইউক্রেন এবং লেবানন। সাংবাদিকদের হত্যা এবং অপহরণের ঘটনার বিচার না হওয়াকেও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে আরএসএফ। 

সংগঠনটি জানায়, সারাবিশ্বে জিম্মি অবস্থায় আছেন ৫৫ জন সাংবাদিক। নিখোঁজ ৩৪ দেশের ১০০ জন সাংবাদিক আর কারাবন্দী আছেন সাড়ে ৫শ জনেরও বেশি।  সাংবাদিক গ্রেপ্তারের শীর্ষে থাকা চীনের কারাগারে আছেন ১২৪ জন সাংবাদিক। দ্বিতীয় স্থানে থাকা মিয়ানমারের কারাগারে আছেন ৬১ জন সাংবাদিক। এই অবস্থায় মানুষকে তথ্য দেওয়ার কাজে যারা নিয়োজিত তাদের যথাযথ নিরাপত্তার জন্য আহ্বানও জানিয়েছে আরএসএফ। 

মন্তব্য করুন


Link copied