আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪, বিকাল ০৭:৩২

Advertisement Advertisement

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুকদামোদরপুর ইন্দিরাপাড়া গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত দম্পতি হলেন আজগার আলী (৮০) ও তহিদা খাতুন (৭২)।  

বৃহস্পতিবার ভোরে আজগার আলী এবং একই দিনে রাত আটটার দিকে তার স্ত্রী তহিদা খাতুন মারা যায়। দু’জনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু দেখে অনেকে বলাবলি করছেন ভালোবাসার অটুট নিদর্শন।  

স্বজনদের সূত্রে জানা গেছে, রোজা শেষে গত বুধবার শেষ রাতের খাবার একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘুম থেকে জেগে তহিদা খাতুন স্বামীকে ডাকাডাকি করেও সাড়া পাননি। তার কান্না শুনে বাড়ির অন্য লোকজন ছুটে এসে দেখেন আজগর আলী মারা গেছেন। ওই দিন বাদ জোহর জানাজা শেষে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আজগার আলীকে। পরে রাত আটটার দিকে বাড়িতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে তাৎক্ষণিক মারা যান তহিদাও। পরে মধ্যরাতে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

তাদের ছেলে লাভলু মিয়া বলেন, জীবদ্দশায় বাবা-মা সবসময় কামনা করতেন একসঙ্গে মৃত্যুবরণের। তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়েছে।

মন্তব্য করুন


Link copied