আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় ফারহান ফাইয়াজের খালার পোস্টে: প্রেসসচিব

শনিবার, ২৬ জুলাই ২০২৫, বিকাল ০৬:৪০

Advertisement

নিউজ ডেস্ক: শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজের খালার পোস্টে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাইযোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রেসসচিব বলেন, ‘ফারহান ফাইয়াজ যখন মারা যান, তার খালা নাজিয়া খান একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এই পোস্টের চেয়ে কোনো পোস্ট বেশি শেয়ার হয়েছে।

আমি ওই দিন বলতে পারি পুরো ঢাকা শহরের আন্দোলনের ট্রান্সফর্ম হয়েছিল একটা ঘটনায়। অন্য কোনো ঘটনা নয়। ওই একটা ঘটনা পুরো বাংলাদেশে কেন? আমি বলব যে পুরো ঢাকার আন্দোলনকে চেঞ্জ করে দিয়েছে। হাসিনার ভাগ্য ওই দিন নির্ধারিত হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমি সিটি হসপিটালে ফোন দিয়েছি। আমি তখন এএফপির সাংবাদিক। এএফপিতে আমরা তখনও ইন্টারনেট পাচ্ছি। আপনারা হয়তোবা জানেন না পুরো আন্দোলনের সময় একমাত্র ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলো আমাদের ইন্টারনেট ছিল এবং আমি যেটা করেছি পুরো বাংলাদেশে যারা বিদেশে নিউজ পাঠায় সবাইকে উন্মুক্ত করে দিয়েছিলাম এবং এর ফলে আমাকে এারেস্ট করার আয়োজনও হচ্ছিল। সেই সময় ফারহান ফায়েজের খালার পোস্টের পর আমি সিটি হসপিটালে ফোন দিয়েছি। দুঃখের বিষয় তারা ওটা স্বীকারও করতে চাচ্ছেন না যে এখানে এ রকম কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে পরিবারের মতো। আমি জানি, আপনি জানেন, সবাই জেনে যায় এবং এই যে আন্দোলনকে পুরো বাংলাদেশকে ট্রান্সফর্ম করা শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার যে অবদান সেদিনই আমরা সবাই জেনে গেছি। কী মহৎ একটা ছেলে কী মহৎ একটা আন্দোলনের সে রূপকার।’

শফিকুল আলম বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে।’

যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলছি না, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।’

ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে প্রেসসচিব বলেন, ‘শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।’

মন্তব্য করুন


Link copied