আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
ফের বিয়ে করলেন সেই নারী উদ্যোক্তা তনি!

ফের বিয়ে করলেন সেই নারী উদ্যোক্তা তনি!

যুবদলের উদ্যোগে লালমনিরহাটের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত

যুবদলের উদ্যোগে লালমনিরহাটের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত

শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

১০টির বেশি মোবাইল সিম থাকলে ডি-রেজিস্টার করবেন যেভাবে

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ০৩:২৯

Advertisement

নিউজ ডেস্ক: কোনো ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির অফিশিয়াল ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন।

নিজের নামে কয়টি সিম আছে জানবেন যেভাবে
গ্রাহকের মোবাইল নম্বর থেকে *16001# ডায়াল করার পর তার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে তা জানা যাবে।

কীভাবে সিম ডি-রেজিস্টার করবেন
নিজের নামে কয়টি সিম আছে তা জানার পর মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমারে আবেদন করতে হবে। অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিলে সিম ডি-রেজিস্টার হয়ে যাবে। 

বিটিআরসি বলেছে, কোনো গ্রাহক বর্ণিত প্রক্রিয়ায় সিম ডি-রেজিস্ট্রোর/মালিকানা পরিবর্তনে ব্যর্থ হলে বিটিআরসি কর্তৃক অতিরিক্ত সিমকার্ডগুলো দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। গত মে মাসে কমিশন সভায় ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১৫ থেকে ১০টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত দেয় বিটিআরসি।

২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যাবে বলে নির্দেশনা দেয় বিটিআরসি। এর আট বছর পর চলতি বছরের ১৯ মে কমিশন সভায় ১৯ মে সিমের সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

মন্তব্য করুন


Link copied