আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

২৪ এর জুলাই বিপ্লবের স্পিরিট বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে: রংপুরের ডিসি

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:০৮

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। মাদক নির্মুল  করা না গেলে ভবিষ্যত প্রজন্ম সঠিক ভাবে বেড়ে উঠবে না। ২৪ এর জুলাই বিপ্লবের স্পিরিট বাস্তবায়ন করার জন্য মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় রংপুর মহানগরীর জলছত্র উচ্চ বিদ্যালয়, জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জলছত্র মদিনাতুল উলুম মাদরাসা ও নুরানী একাডেমি আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ পরিচালক মোহাঃ আবদুর রশিদ, বিভাগীয় প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক আজিজুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, জেলা ক্রিড়া কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
 
 
ডিসি বলেন, ২৪ এর জুলাইয়ের আকাঙখা বাস্তবায়নে আজকের শিশুরা ভবিষ্যতে সব থেকে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। আর অবশ্যই মাদক থেকে মুক্ত থাকতে হবে। যেখানেই মাদক সেবি ও ব্যবসায়ি পাওয়া যাবে সেখানেই তাদেরকে আটক করে আইনশৃঙখলাবাহিনীকে সোপর্দ করার আহবান জানান ডিসি।
 
 
এর আগে শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশ নেন। অভিভাবকদের মধ্যে হাঁস খেলাছাড়ার বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশাত্ববোধক বিভিন্ন ডিসপ্লে ছাড়াও শহীদ আবু সাঈদকে নিয়ে বিশেষ নাটকও মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্ককার বিতরণ করেন অতিথিরা। ##

মন্তব্য করুন


Link copied